
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া এলাকার হাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ গারো পাহাড়ের বাকে বাকে থাকা লেবুর গাছগুলো ঝুলেছে লেবু। স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী একটু সমতল জায়গা পেলেই রোপণ করছেন লেবুর চারা। করোনায় ও রমজানে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছে লেবু চাষীরা।
হাতির আক্রমনে যখন পাহাড়ি জনপথ দিশেহারা তখনি জামালপুর জেলা প্রশাসকের পরামর্শে হাতির আক্রমন থেকে বাঁচতে লেবু চাষে আগ্রহী হয় স্থানীয় জনপদের মানুষ।
![]() |
লেবু চাষের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক গোলাম রব্বানী নাদিম, রাকিবুল ইসলাম রাকিব ও আল মুজাহিদ |
![]() |
“সাপ্তাহিক বকশীগঞ্জ” এর সম্পাদক গোলাম রব্বানী নাদিমের সঙ্গে বাগান মালিক ফারুক |
স্থানীয় ফারুক মিয়া জানান, তারা লেবু চাষ করছেন অনুমানের উপর ভিত্তি করে। এ পর্যন্ত লেবু চারা রোপন করলেও কোন ধরনের সার ও কিটনাশক দেওয়া হয়নি। প্রশিক্ষণ নিয়ে সঠিক নিয়ম মোতাবেক লেবু চাষ করলেও হয়তো আরও লাভবান হওয়া যেতো। ফারুক মিয়া কৃষি অধিদপ্তরের নজর দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ জানান, বকশীগঞ্জে গারো পাহাড়ে লেবু চাষ হয়েছে, আমি জানতে পেরেছি। লেবু চাষ নিয়ে বা অন্য কোন সমস্যা নিয়ে আমাদের এখন পর্যন্ত কেউ আসেনি। যদি আসে তবে সর্বাত্মোক সহযোগিতা করা হবে।