পুরুষাঙ্গ কেটে দিল গৃহবধূ, ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন

S M Ashraful Azom
পুরুষাঙ্গ কেটে দিল গৃহবধূ, ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, ফুলছড়ি থেকে ফিরে: সম্ভ্রম বাঁচাতে গিয়ে পাঁচ সন্তানের জনকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে গৃহবধূ।

জামালপুর জেলা সীমানা সংলগ্ন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিন সন্যাসীর চর গ্রামে ২৯এপ্রিল রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

জানাগেছে, উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তনের শিকার হয়েছেন পাঁচ সন্তানের জনক রহুল আমিন। আহত অবস্থায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রহুল আমিনকে (৩০) গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়- এরেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের ছোট ভাই দক্ষিণ সন্যাসীর চর গ্রামের আওলাদ হোসেনের পুত্র রহুল আমিন দীর্ঘদিন যাবত ওই নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়। বুধবার রাতে স্বামী নদীতে মাছ ধরতে যায়। এ সুযোগে লম্পট রহুল আমিন বাড়িতে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ তার স¤ভ্রম বাঁচাতে ধারালো বেøড দিয়ে রহুল আমিনের পুরুষাঙ্গ কেটে দেয়। এ সময় রহুল আমিন দৌড়ে পালিয়ে যায়। ভাইয়ের রাজনৈতিব প্রভাবে এলাকায় তার নামে একাধিক বিচার হয়েছে। আমরা ধর্ষক রহুল আমীনের দ্রæত বিচারের দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top