গরিব-দুঃখীদের নিয়ে দৈনিক ইফতার করছেন যুবলীগ নেতা

S M Ashraful Azom

গরিব-দুঃখীদের নিয়ে দৈনিক ইফতার করছেন যুবলীগ নেতা
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক, কামরুল আহসান সরকার রাসেল তার নিজ বাড়ি আঙ্গিনায়, অসহায় কর্মহীন গরিব দুঃখীদের ও রোজাদারদের মাঝে সপ্তম দিন ইফতারি বিতরণ করেন। দৈনিক এই ইফতার বিতরণ রোজাদারদের মাঝে অব্যাহত থাকবে আমার পক্ষ থেকে।

(গত ১৭ মে) রবিবার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক, কামরুল আহসান সরকার রাসেল তার নিজ বাড়ির সামনে ইফতার সামগ্রী বিতরণ করেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ২৩ রমজান উপলক্ষে ঘরবন্ধী গরিব দুঃখী অসহায় কর্মহীন হয়ে পড়া গাজীপুর ভোগড়া ১৫ নং ওয়ার্ডের সরকার বাড়ি নিজ বাসার আঙ্গিনায় ইফতার বিতরণ করেন, এই রমজান মাসে সরকারি ঘোষিত লকডাউন মেনে ৩ ফিট অন্তর অন্তর দূরত্ব বজায় রেখে ইফতার বিতরণ করেন।

কামরুল আহসান সরকার রাসেল বলেন, আর এই দুর্দিনে নিজ উদ্যোগে অসহায় গরিব দুঃখীদের পাশে রমজান মাস উপলক্ষে সপ্তম দিন ইফতার সামগ্রী হাতে তুলে দিতে পেরে আমি খুবই গর্বিত।

আমার বাবা মৃত আলহাজ্ব শামসুদ্দিন সরকার সবসময় অসহায় গরীব দুঃখীদের পাসে থাকতো, আমি আমার বাবা কে ফলো করে সবসময় অসহায় গরীব দুঃখীদের পাসে থাকতে চাই, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক আমার বাবা কে জান্নাত বাসী করে, আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন অসহায় গরীব দুঃখীদের মাঝে সব সময় থাকতে পারি আমার বাবাকে বল করে, আমার বাবা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন।

সামনের রমজান গুলোতে দৈনিক ইফতারি ব্যবস্থা করতে পারি এবং সব সময় যেন অসহায় গরীব দুঃখীদের সেবা করে যেতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন।

কামরুল আহসান সরকার রাসেল আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর, শেখ হাসিনার নির্দেশে, এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক, মাইনুল হোসেন খান নিখিলের আহবানে, প্রতিটি অসহায় কর্মহীন গরিব দুঃখী পাশে ইফতার সামগ্রী নিয়ে থাকার জন্য আহ্বান করেছেন যুবলীগের নেতা-কর্মীদেরকে।

এই মহামারী প্রাণঘাতী করোণা ভাইরাস যতদিন থাকবে আমার পক্ষ থেকে, ১৭ ই রমজান থেকে প্রতিদিন রোজাদার দের হাতে ও অসহায় কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষদের পাশে ইফতার নিয়ে থাকবো। আজকে সপ্তম দিন রোজাদারদের মাঝে ইফতারি হাতে তুলে দিতে পেরেছি খুবই আনন্দিত আমি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top