ধুনটে বাঙ্গালী নদীতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

S M Ashraful Azom
ধুনটে বাঙ্গালী নদীতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাছ শিকারের সময় বাঙ্গালী নদীর পানিতে পড়ে মাহির হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাঙ্গালী নদীর রাঙ্গামাটি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহির হোসেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের ফজলে রাব্বী তুহিনের ছেলে। সে ধুনট জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

জানা গেছে, স্কুলছাত্র মাহির হোসেন সোমবার দুপুরের দিকে বাড়ির অদুরে বাঙ্গালী নদীতে জাল দিয়ে মাছ শিকারের জন্য বাড়ি থেকে বের হয়। নদীতে মাছ শিকারের সময় অসাবধানতাবসত সে পানিতে পড়ে ডুবে যায়। সাঁতার না জানার কারণে সে পানি থেকে নদীর তীরে উঠতে পারেনি। সংবাদ পেয়ে দুপুর সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মাহিরের মৃতদেহ উদ্ধার করেছেন।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান বলেন, স্কুলছাত্র মাহির নদীর পানিতে মাছ ধরতে নেমে ডুবে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top