
সেবা ডেস্ক: “তোমাদের আলোয় আলোকিত হোক, আমাদের প্রিয় বাংলাদেশ!” এই স্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ মোকাবিলায় প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, পুলিশ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক শ্রেনীর সম্মুখ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (১৮ মে) রূপসা ১১ টার রূপসা উপজেলা পরিষদ চত্ত্বরে অনুশীলন মজার স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। তারপর করোনায় আক্রান্ত হয়ে যে সকল ডাক্তার, পুলিশ এবং সাংবাদিকরা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। অনুশীলন মজার স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অলোক চন্দ্র দাসের পরিচালনায় বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মেডিকেল অফিসার আয়শা আক্তার নিপা, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংকের নির্বাহী পরিচালক সালেহ্ উদ্দীন সবুজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুশীলন মজার স্কুলের উপদেষ্টা আ. গফুর খান, রবিউল ইসলাম লিটু, সমাজ সেবক শহিদুল ইসলাম সুমন, জুলফিকার আলী খান, এড. আব্দুল হালিম, রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার গোলাম মোস্তফা প্রমূখ।