করোনা সংক্রমন রোধে যুদ্ধে নেমেছেন সরিষাবাড়ীর ইউএনও

S M Ashraful Azom
করোনা সংক্রমন রোধে যুদ্ধে নেমেছেন সরিষাবাড়ীর ইউএনও

সেবা ডেস্ক: মহামারির আকার নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস সংক্রমণে ও জীবনের ঝুঁকি নিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভা চষে বেড়াচ্ছেন করোনা ভাইরাস যুদ্ধের অদম্য এক যোদ্ধা উপজেলা নির্বাহি কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ।

কাজের ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে থেকে রাত পর্যন্ত উপজেলার প্রধান প্রধান হাটবাজারগুলোতে নিজ হাতে মাইকিং করে করোনা ভাইরাস সংক্রমণে জনসচেতনতা করেন।

জানা যায়, ৮ মার্চ বাংলাদেশে কোভিড-১৯ ভাইরাসের লক্ষণ পাওয়ার পর থেকেই সরিষাবাড়ী উপজেলায় অবিরাম ছুটে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। করোনার শুরুতেই লকডাউনে প্রবাসীসহ সাধারণ জনগণকে ঘরে রাখা, ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, কোয়ারেন্টিন ও লকডাউন অমান্যকারীদের ঘরে ফেরানোর কাজ করেন। দেশের এমন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন তিনি।

নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কিংবা অসহায় মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধিসহ এসব মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার কাজ করছেন ইউএনও। ত্রাণ নিয়ে ছুটে চলেছেন মানুষের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গাতে।

ইউএনও শিহাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, এটা একটি যুদ্ধ। আত্মপ্রত্যয় আর চ্যালেঞ্জ নিয়ে সকলকে এ যুদ্ধের মোকাবেলা করতে হবে। সমাজের সকল শ্রেণীর মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। নিজে বাঁচতে হবে এবং পরিবার পরিজনকে করোনা থেকে বাঁচাতে হবে। এ যুদ্ধে করোনার পরাজয় হবে। বেঁচে থাকবে মানবতা।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top