
সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও মোকাবেলায় টাঙ্গাইলের ভূঞাপুরে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৯ পথচারীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৮ জুন) বিকেলে পৌর শহরের ভূঞাপুর থানা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।
তিনি জানান, রবিবার বিকালে থানা মোড়ে এক অভিযান চালানো হয়। এতে মাস্ক না থাকায় ৯ পথচারীকে ১ হাজার ৯’শ টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় বেশ কিছু মাস্ক বিহীন দরিদ্র পথচারীদের মাঝেও বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।