
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বকচর মধ্যপাড়া নামক স্থানে ২৯ জুন সোমবার রাত ৯টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে।
জানা গেছে, উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মঞ্জুরুল ইসলাম (৫০) ফাঁসিতলা এলাকা থেকে পাওয়ার ট্রিলার মেরামত করে বাড়ী ফেরার পথে বকচর মধ্যপাড়া নামক স্থানে আসলে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী শ্যামলী পরিবহন ওভারট্রেকিং করার সময় পাওয়ার ট্রিলারকে চাপা দিলে পাওয়ার ট্রিলারটি দুমরে মুচরে রাস্তা থেকে ছিটকে ফুটপাতে চলে আসে। এ সময় পাওয়ার ট্রিলারের চালককে গুরুতর অবস্থার হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। এপাওয়ার ট্রিলারের বসে থাকা কিশোর মতিয়ার রহমানকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।