
সেবা ডেস্ক: আন্তর্জাতিক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরকে পাঁচটি নমুনা সংগ্রহ বুথ হস্তান্তর করেছে। বুথগুলো রাজধানীর গুলশান, মিরপুর ও মহাখালী এবং ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ভৈরবে চালু করবে স্বাস্থ্য অধিদপ্তর। গত শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বুথগুলো গ্রহণ করেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। এটি হস্তান্তর করেন গুড নেইবারস বাংলাদেশের পরিচালক (প্রগ্রাম) আনন্দ কুমার দাস।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।