জামালপুরে চুরি হওয়া ২৪ মোবাইল ফোন উদ্ধার ও মালিকদের কাছে হস্তান্তর

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে চুরি ও হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। 

জামালপুরে চুরি হওয়া ২৪ মোবাইল ফোন উদ্ধার ও মালিকদের কাছে হস্তান্তর
জামালপুরে চুরি হওয়া ২৪ মোবাইল ফোন উদ্ধার ও মালিকদের কাছে হস্তান্তর


এই কার্যক্রম বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকালে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।


দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এই মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাক আহমেদ এবং এএসআই আবদুল জলিল।


এর আগে, সাধারণ ডায়েরির ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিল এই মোবাইল ফোনগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।


আরও পড়ুন:


মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা বকশীগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা পুলিশের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন।



বকশীগঞ্জ থানা পুলিশের এই অভিযান চুরি ও হারিয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারে তাদের দক্ষতা ও প্রতিশ্রুতি প্রকাশ করে। এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top