কাজিপুর (সিরাজগ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাজিপুর উপজেলা শাখার ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দশম সম্মেলন অনুষ্ঠিত |
বৃহস্পতিবার দুপুরে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কাজিপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল আজীজ মল্লিক।
আরও পড়ুন:
দলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বিএসসির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিরাজগঞ্জে জেলা কমিটির সদস্য ও কামারখন্দ উপজেলার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী কাক্কু, সিরাজগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি আব্দুল বাকী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, জামালপুর জেলা কমিটির সদস্য ও বিশিষ্ট কবি আলতাফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এর আগে সম্মেলন উপলক্ষে এক র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে এসে শেষ হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।