টাঙ্গাইলে খোলা আকাশের নিচে থাকা বৃদ্ধাকে ঘর বানিয়ে দিচ্ছেন এসআই

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে খোলা আকাশের নিচে থাকা বৃদ্ধাকে ঘর বানিয়ে দিচ্ছেন এসআই

সেবা ডেস্ক: মানসিক ভারসাম্যহীন এক নারীর খাবারের দায়িত্ব নিলেন টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোশারফ হোসেন। একই সঙ্গে ওই নারীর থাকার জন্য একটি ঘর করে দেবেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

রোববার (২১ জুন) টাঙ্গাইলের গালা রোডে চলতি পথে খোলা আকাশের নিচে বসে থাকা বোরকা পরা এক নারীকে দেখতে পান পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন। ওই নারীর কাছে গিয়ে জানতে পারেন তিনি মানসিক ভারসাম্যহীন। পরে স্থানীয়দের কাছে জানতে পারেন তিন বছর ধরে খোলা আকাশের নিচে এখানে বসবাস করছেন ওই নারী। পরে তার খাবারের দায়িত্ব নেন তিনি।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, গত কয়েক দিন ধরে রাস্তার পাশে ওই নারীকে দেখে কৌতূহল জাগে। পরে তার কাছে গিয়ে জানতে পারি তিনি মানসিক ভারসাম্যহীন। তার বয়স আনুমানিক ৫০ বছর। নাম-পরিচয় বা ঠিকানা বলতে না পারলেও তিনি শুধু জানিয়েছেন ছেলের নাম সাদ্দাম।

ইনচার্জ মোশারফ হোসেন আরও বলেন, রাস্তার পাশে থাকা ওই নারী যেকোনো সময় বিপদে পড়তে পারেন। সেজন্য আমি তার থাকার একটি ঘর করে দেব। সেই সঙ্গে তার খাবারের দায়িত্ব নিয়েছি। আপাতত তাকে কিছু চাল-ডাল, ডিম, কলা, রুটি ও মুড়ি কিনে দিয়েছি। তার চাহিদা অনুযায়ী তাকে খাবার সরবরাহ করব। তাকে একটি ঘর তৈরি করে দিলে খোলা আকাশের নিচে আর থাকতে হবে না।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top