এক হাজার বিশ জন দুস্থ শিশুর ঘরে পৌঁছাল প্রধানমন্ত্রীর উপহার

S M Ashraful Azom
0
 এক হাজার বিশ জন দুস্থ শিশুর ঘরে পৌঁছাল প্রধানমন্ত্রীর উপহার

সেবা ডেস্ক: বাংলাদেশে এই প্রথম প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য। আর প্রযুক্তি ব্যবহারের এই উদ্যোগটি নেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এতে তিনদফায় আজ শুক্রবার পর্যন্ত উপজেলার এক হাজার ২০ জন দুস্থ, অনাথ, ও প্রতিবন্ধীসহ দরিদ্র শিশু পেল প্রধানমন্ত্রীর ‘উপহার’।

উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম জানান, ‘মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থাপনা সফটওয়্যার’-এ থাকা ১৫ হাজারেও বেশি শিশুর ডাটাবেজ থেকে তথ্য নেওয়া হয়। তা যাচাই করেন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের ২০০ কর্মী।

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, ‘দুস্থ, অনাথ, ও প্রতিবন্ধীসহ দরিদ্র শিশুদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করতে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এতে শিশুখাদ্য বিতরণে শতভাগ স্বচ্ছ আর সহজতর হয়েছে।’ তিনি আরো বলেন, ‘কাপাসিয়া উপজেলার সুবিধাবঞ্চিত মানুষদের ডাটাবেজ তৈরির কাজও চলছে।’

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top