
মাহবুবুর রহমান জিলানী (টঙ্গী,গাজীপুর) : মুজিব শত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ''গাছ লাগাও, পরিবেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করেন।
গত শুক্রবার বিকেলে নগরের কাশিমপুর সরুপাইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ধোধন করা হয়
এ সময় উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আদনান মন্ডল, আওয়ামী লীগ নেতা নান্নু সরকারের, প্রবীণ আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন হেলু,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা বাবু,স্কুলের প্রধান শিক্ষিকা তাহেরা বেগম,কোনাবাড়ি থানা যুবলীগ নেতা শেখ মোঃ সালাউদ্দিন, বাসন থানা যুবলীগ নেতা শামসুল ইসলাম, সালনা থানা যুবলীগ নেতা মতিউর রহমান মতিন প্রমুখ।
বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ধোধনের সময় সংক্ষিপ্ত আলোচনায় শান্ত বাবু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষকে কমপক্ষে ৩ টি করে গাছ রোপণ করতে বলেছেন। তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর অনুপ্রেরণায় ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগ বৃক্ষ রোপণ কর্মসুচি শুরু করেছি।
তিনি আরো বলেন,দেশের এই মহামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী মাস্ক পড়ুন,শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন। সকলে বাসায় থাকুন নিরাপদে থাকুন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।