শেরপুরে পদ্মা ব্যাংকের মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যবসায়ী গ্রেপ্তার

S M Ashraful Azom
0
শেরপুরে পদ্মা ব্যাংকের মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যবসায়ী গ্রেপ্তার

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) দেড় কোটি টাকা ঋণখেলাপির চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ জুলাই রবিবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল ইসলাম রাজন নামে ওই ব্যবসায়ী শহরের কালির বাজার এলাকার এইচ.আর. কনস্ট্রাকশন-এর স্বত্তাধিকারী।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পদ্মা ব্যাংকের ঋণখেলাপী মামলায় আদালত থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট জারী হওয়ায় ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাজনকে গ্রেপ্তার করা হয়। তাকে আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করা হবে।
পদ্মা ব্যাংকের কর্মকর্তারা জানান, শেরপুর শহরের কালির বাজার এলাকার ব্যবসায়ী এইচ.আর. কনস্ট্রাকশন-এর স্বত্ত¡াধিকারি রাকিবুল ইসলাম রাজন ব্যাংকের দেড় কোটি টাকা ঋণখেলাপি হন। তিনি ব্যাংকের ঋণের বিপরীতে চেক প্রদান করলে সেই চেক ডিজনার হলে তার বিরুদ্ধে সিআর আমলি আদালতে চেক ডিজনার মামলা করা হয়। ওই মামলায় ২০১৯ সালের ৬ ফেব্রæয়ারি যুগ্ম দায়রা জজ ২য় আদালততে তার বিরুদ্ধে ১ বছরের সাজার রায় হয়। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারী করে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top