
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে ভাসমান পতিতাসহ দুই খদ্দেরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে তাদের বগুড়া আদালতে পাঠনো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামের সোনার উদ্দিনের মেয়ে পপি খাতুন (২২), এলাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সোহাগ বাবু (২৩) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেলতল গ্রোমের লাল মিয়ার ছেলে সবুজ হোসেন (২৪)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিন আসামী উপজেলার বেলকুচি গ্রামের হাসান আলীর বাড়িতে রোববার রাতে অনৈতিক কাজে লিপ্ত হয়। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরে করে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।