
উল্লাপাড়া প্রতিনিধি: শুক্রবার বেলা ১টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের দেশবন্ধু লিমিটেডের অফিসের সামনে ট্রাকের চাপায় মাপিয়া (১২) নামের একটি মেয়ে ঘটনাস্থলে মারা গেছে। সে সলংগা থানার দত্ত ঘুরকা পূর্বপাড়া গ্রামের আবু মুছার মেয়ে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী প্রধান জানান, মেয়েটি ঘটনার সময় রাস্তা পার হচ্ছিল। এসময় পিছন থেকে একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।