
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে করোনায় ক্ষতিগ্রস্থ ননএমপিও শিক্ষক ও গ্রাম পুলিশদের মাঝে প্রনোদনা চেক প্রদান করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এ উপলক্ষে ১৮ জুলাই বেলা ১১টায় মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
পাট-বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউএনও তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, মাধ্যমিক শিক্ষা অফিসার এলাহী আখন্দ প্রমুখ। সভায় ১৭০জন ননএমপিও শিক্ষক এবং ১১০জন গ্রাম পুলিশের প্রতিজনের মাঝে ৫হাজার করে প্রণোদনার চেক বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।