
উল্লাপাড়া প্রতিনিধি : উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আফজাল হোসেন (৩৬) উপর মঙ্গলবার বিকেল ৬ টায় দুবৃর্ত্তরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ সময় তার নিকটে থাকা ৩ লাখ টাকা ও তার ব্যবহৃত মোটর সাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আফজাল গুরুতর আহত হন। আহত আফজালকে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানায় আফজাল হোসেনের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন কয়ড়া বাজারের একজন কাঠ ব্যবসায়ী। ঘটনার সময় আফজাল মহাজনের টাকা পরিশোধ করতে বাড়ী থেকে ৩ লাখ টাকা নিয়ে বের হয়। তিনি মটর সাইকেল যোগে কয়ড়া বাজারে পৌছিলে পূর্ব শত্রুতার জের ধরে কয়ড়া বাঘলপুর গ্রামের আবু সামার নির্দেশে আসামী আব্দুল মতিন, আব্দুল মজিদ, আব্দুল জলিল (জনি) পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আফজালের উপর সন্ত্রাসী হামলা চালায়।
এ সময় দুবৃর্ত্তরা আফজালকে বেধরক মারপিট করে এবং আফজালের মাথায় সন্ত্রাসীরা চাকু দিয়ে আঘাত করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার কাছে থাকা ৩ লাখ টাকা এবং আফজালের ব্যবহৃত টিভিএস - ১১০ সিসি মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মুমূর্ষু আফজালকে উদ্ধার করে। পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, কয়ড়া বাজারের মারামারির ঘটনায় আফজাল বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।