
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা পৌরসভার উদ্যেগে ১৪ জুলাই মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শহরের দাস বেকারির মোড় থেকে মশক নিধন ও জীবানুনাশক স্প্রে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহরের গণমান্য বক্তিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
উদ্বোধনের আগে পৌর মেয়র বলেন, “পৌর এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসিকে সুরক্ষা দিতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম একই সঙ্গে করোনা ভাইরাস থেকেও আমাদের রক্ষা করবে। গাইবান্ধা পৌরসভা সূত্র জানায়, পৌর এলাকার নয়টি ওয়ার্ডে সরকারি সিদ্ধান্ত অনুযায়ি মশক নিধন ও জীবানুনাশক স্প্রে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় পরিচালিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।