ইসলামপুরে বন্যা পরিস্থিতির অবনতি

S M Ashraful Azom
0
ইসলামপুরে বন্যা পরিস্থিতির অবনতি

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থতির অবনতি ঘটেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে উপজেলার ৮টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে। মঙ্গলবার দুপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিতে হয়। বন্যা পরিস্থিতি উন্নতির পর বানভাসী মানুষরা ঘরে ফিরতে না ফিরতেই আবারো বন্যায় অসহায় মানুষদের নতুন করে দুর্ভোগে পড়েছে। বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে খাদ্য, চিকিৎসা ও খাবার পানি সংকটে মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাচ এলাকায় যমুনার শাখা নদীতে আগাড়ী ব্রীজের নিচে সোমবার রাত আনুমানিক নয়টার বরযাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় বরযাত্রীদের মধ্যে অন্যরা বেঁচে গেলেও পানিতে পূর্ব বামনা গ্রামের ফলঠু  মিয়া কন্যা বিদ্যুৎ নামে (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের আব্দুল হকের কন্যা আলভী (১৪) নিখোঁজ রয়েছে। উদ্ধার মজনু মিয়া (৫৭) ও মাহফুজ (১৬) নামে আহত ওই দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। পূর্ব বামনা গ্রামের বুধু মিয়ার ছেলে আলমগীরের মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, এক কিশোরীর মৃত্যূ হয়েছে ও নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের চেস্টা চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ওই দুইজন আশংকামুক্ত রয়েছে। এছাড়াও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন অব্যাহত রয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top