
উল্লাপাড়া প্রতিনিধি: শুক্রবার উল্লাপাড়ার বন্যাকবলিত উধুনিয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস, উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া জানান, দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, বিস্কুট ও চিড়া। এলাকার ২’শ ৫০ পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সংসদ সদস্য তানভীর ইমাম উপজেলার লাহিড়ী মোহনপুর, বড় পাঙ্গাসী ও উধুনিয়ার বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।