
রেজাউল করিম বকুল. শেরপুর প্রতিনিধি: করোনা ভাইরাস বিস্তার রোধে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পিপিই ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম দিলেন বেসরকারি সংস্থ্যা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪। ১৫ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মূলক সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করা হয়। এর মধ্যে ছিল ১৫ টি প্রতিরক্ষা মূলক মেডিকেল গাউন, ১৫টি সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাজিক্যাল গøাবস। পরে ইউএনও অফিসে একটি স্বারক লিপি প্রদান করেন।
কম্পাস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে এসব গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ এর প্রকল্প ব্যবস্থাপক সুলভ রিছিল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই সংস্থার বাবেলাকোনা শাখার টিউটর জীবন ¤্রং, দায়ুদ চিসিমি প্রমূখ। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।