টাঙ্গাইলে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত

সেবা ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে এক স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হলো ৭৪৭ জন।

আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১০জন, মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ ৬জন ও বাসাইলে ১জন রয়েছে। জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৩২৯ জন। মারা গেছে মোট ১৪ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ২৩৫টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৩৮৬ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২৮ জন ভর্তি হয়। ১৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top