
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)। ঘাটাইল ডট কম প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর সদস্যরা গতকাল বুধবার (১ জুলাই) ঘাটাইল উপজেলার জোড়দীঘি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সে সময় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শ্রীপুর গ্রামের কার্পু হাজং এর ছেলে রাজীব হাজং কে এক কেজি গাঁজা সহ আটক করা হয়।
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজীব হাজং এর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।