
শুক্রবার (১০ ই জুলাই) বিকেল ৫ টায় মনসুর নগরের কুমারিয়াবাড়ী বাজারে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মালী অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- দক্ষিণ কুমারিয়াবাড়ী গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে মোঃ ঠান্ডু মন্ডল (৫৭),কাজেমুদ্দিন শেখের ছেলে সুরুজ্জামাল বিশু(৪০),আব্দুস সামাদের ছেলে মোঃ মজনু মিয়া(৩২),ফজল আলী শেখের ছেলে হেলাল শেখ(৩৭),মৃত নুরু শেখের ছেলে আব্দুল মজিদ শেখ(৪৫) এবং জামালপুরের চর সরিষাবাড়ি গ্রামের মৃত ছবের মন্ডল এর ছেলে জুড়ান আলী(৪০)।
অভিযান পরিচালনা কালীন সময়ে দক্ষিণ কুমারিয়াবাড়ী গ্রামের সামশুল হক ভাংগীর ছেলে শাহীন ভাংগী (৪০) পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা যায়।
একইদিন বিকেল সাড়ে পাঁচটায় কাজিপুর থানা পুলিশ চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথালাইলচাপড় গ্রামে অভিযান চালিয়ে মৃত শাহজামালের পুত্র বিপ্লব মন্ডল (৩২) এবং মৃত মজিবর মন্ডলের পুত্র ওয়ার্ড আ.লীগের সভাপতি লাল মিয়া (৩৬)কে আটক করেছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, আটককৃতদের আগামিকাল জেল হাজতে প্রেরণ করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।