
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোচাশহর এলাকায় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ ইউনিয়নের নামা চরপাড়া গ্রামের আজাহার আলী বেপারীর ছেলে মৎস্যজীবি আব্দুল আলীম (৩২) মাছ শিকার করে জীবিকার নির্বাহ করে আসছিল। প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত মাছ শিকারের পর বাজারে বিক্রি করে পরদিন সকাল ১০টা নাগাদ বাড়িতে ফিরে আসে সে। শুক্রবার সে স্থানীয় নূরুলের বিলে মাছ শিকারে যায় এবং পরদিন বিল থেকে কিছু দূরে কোচাশহর শাহপুর এলাকায় পানিতে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় মানুষ। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে বিলে মাছ ধরার সময় বর্জ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।