
শফিকুল ইসলাম: সারাদেশের বন্যার সংকটময় মুহুর্তে পরিবেশবাদাী যুব সংগঠনের গ্রীণ ভয়েসের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় রৌমারী উপজেলা শাখার উদ্যোগে ব্রহ্মপুত্র,জিঞ্জিরাম, সোনাভরি নদীর তীরবর্তী চরাঞ্চল এলাকায় বানভাসি ক্ষতিগ্রস্থ ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ৩১ জুলাই (শুক্রবার) সকাল ১০ টার সময় রৌমারী মুক্তাঞ্চল স্কুল এন্ড কলেজ চত্বরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ২ কেজি, চিড়া আদা কেজি, মুড়ি আদা কেজি , গুড় আদা কেজি, গ্যাস লাইটার ১ টি, মোমবাতি ৩ টি, পেয়াজ আদা কেজি, লবণ ১প্যাকেট, শুকনো মরিচ এক পোয়া, গোল আলু ১ কেজি, খাবার স্যালাইন ২ প্যাকেট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ত্রাণ বিতরন কালে এক বার্তায় রংপুর বিভাগীয় সমন্বয়ক মোনছেফা তৃপ্তি বলেন, সমাজের প্রতিটি স্বচ্ছল মানুষ যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই সকল বানভাসি মানুষ অনন্ত না খেয়ে মরবে না। তাই তিনি সমাজের সকল মানুষের কাছে আহŸান জানান আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার টাকায় একটা পরিবারের যদি এক বেলার আহার হয় সেটা অনেক কিছু।
এ সময় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গ্রীণ ভয়সের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে সমাজের বিত্তবানদের এগিয়ে এসে বানভাসি ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের পাশে থাকার আহŸান জানান।
তিনি আরও জানান,ঈদের আগে গ্রীন ভয়েস এর পক্ষ থেকে ৫ টি জেলার ১১ টি উপজেলায় এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে ।
এ সময় আরো উপস্থিত চিলেন, গ্রীণ ভয়সের এস,এম,এ মোমেন, জাহাঙ্গীর আলম রোজাইন,কামাল হোসেন, রোকনুজ্জামান রিপন, আতিকুর রহমান সুমন,নাহিদ শিকদার সহ প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।