
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় চিথুলিয়া গ্রামে রিপা খাতুন নামে এক গৃহবধুকে এসিড নিক্ষেপ মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর উদ্যেগে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, গোসাইবাড়ি ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, চিকিৎসক বিপুল হোসেন, সাবেক ইউপি সদস্য সুমন মাহমুদ, ছাত্রলীগ নেতা কানন মিয়া, সমাজসেবক রতন মাহমুদ, সোহাগ মিয়া, রনজু মিয়া। এছাড়া চিথুলিয়া গ্রামবাসির পক্ষে মিনা খাতুন, তহমিনা আকতার, পিয়ারা খাতুন, বুলবুলি আকতার, জুলেখা খাতুন ও জলি খাতুন প্রমূখ।
উল্লেখ, গত ১৭ জুন দুপুরের দিকে উপজেলার চিথুলিয়া গ্রামের আবু তাহেরের স্ত্রী রিপা খাতুনকে প্রতিপক্ষ মাসুদ, আইয়ুব আলী, আব্দুল মোমিন পিন্টু, বাদশা মন্ডল এসিড নিক্ষেপ করে ঝলছে দেয়। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। কিন্ত থানা পুলিশ আসামীদের গ্রেফতার না করায় এ মানববন্ধন কর্মসূচি পালিন করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মামলার বাদী আবু তাহের বলেন, মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। এ কারণে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মাঝে দিনযাপন করছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন, মামলার এক আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্তকাজ অব্যাহত রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।