সেবা ডেস্ক: আসন্ন মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর থেকে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৭ টা ৪৫ মিনিট নাগাদ জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ২৬১টি গরু নিয়ে ট্রেনটি রওয়ানা দেয় বলে রেলসূত্রে জানা গেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
রেল সূত্র জানায়, কোরবানির পশু পরিবহনের জন্য চালু হওয়া ক্যাটল স্পেশাল ট্রেনের প্রথম যাত্রা এটি। ট্রেনটি মঙ্গলবার রাত পৌনে ৮টায় জামালপুরের ইসলামপুর থেকে ১৭ বগিতে ২৬১টি গরু নিয়ে যাত্রা শুরু করেছে। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টা নাগাদ কমলাপুরের ৮ নং প্লাটফর্মে ট্রেনটির পৌঁছানোর কথা ছিল বলে রেলসূত্র জানিয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।