
সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশের এএসপি সহ নতুন করে আরও তিনজন প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তারা হলেন, কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির (৩২), উপজেলার সহদেবপুর ইউনিয়নের মান্দুরিয়া গ্রামের খালেদা আক্তার (২৩) এবং বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৪১)। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে।এদিকে নতুন করে আরও ৮ জন সুস্থ হয়েছেন।
তারা হলেন, উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ছাতিহাটি গ্রামের দীপু সিদ্দিকী, দূর্গাপুর ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামের আলী আকবর, পাইকড়া ইউনিয়নের মুনটিয়া গ্রামের মোঃ জামাল, নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামের মনোয়ারা বেগম, একই গ্রামের সিহাব, মাহীম, মায়া ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুর্শাবেণু গ্রামের জামাল। এ নিয়ে এ উপজেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।