
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম শফিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে নিহাত (২৫)।
বুধবার (১৫ জুলাই) সকালে ভুঞাপুর- তারাকান্দি সড়কের পলিশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শফিকুল তার ছেলের সাথে মোটরসাইকেল যোগে ভুঞাপুর- তারাকান্দি সড়কের উপজেলার তারাই বাজারে যাচ্ছিল।
এসময় মোটরসাইকেলটি সড়কের পলিশা এলাকায় পৌঁছালে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই শফিকুল মারা যায়। এসময় তার ছেলে নিহাত গুরুতর আহত হলে ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুমার বিশ্বজিৎ পাল বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত নিহাতকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।