
সেবা ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে বাবা-মা মেডিসিন কর্ণারে নকল ওষুধ গুদামজাত ও বিক্রিরদায়ে দোকান মালিক মো. জিল্লুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম ১৫ জুলাই সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, ওষুধের দোকানটি সিলগালা করা হয়েছে। সেসময় জেলা ওষুধ প্রশাসন সহকারী পরিচালক ও উপজেলা ইউএইচও চিকিৎসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তি জানান, আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। ১৬ জুলাই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।