
উল্লাপাড়া প্রতিনিধি: ভেজাল জ্বালানি তেল উৎপাদন করতে গিয়ে বিস্ফোরনে আহত হয়েছেন আবু শাহীন নামের (৩৮) এক উৎপাদনকারী।
পুলিশ রোববার রাতে আহত অবস্থায় থাকে গ্রেফতার করে। শাহীন উল্লাপাড়া পৌরসভার ঘাটিনা মহল্লার মৃত মহির উদ্দীনের ছেলে। গ্রেফতারের সময় শাহীনের নিকট থেকে ভেজাল জ্বালানি তেল উৎপাদনের বিভিন্ন সামগ্রী ও বিস্ফোরিত গ্যাস সিলিন্ডারের বিভিন্ন অংশ জব্দ করে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, গ্রেফতার আবু শাহীন বেশ কিছুদিন ধরে তার বাড়িতে পলিথিন গলিয়ে তার সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ডিজেল ও পেট্রোল উৎপাদন করে গোপনে বাজারে সরবরাহ করে আসছিলেন।
রোববার সন্ধ্যায় তিনি তার বাড়িতে এই ভেজাল জ্বালানি উৎপাদনের সময় তার ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। ওই শব্দে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করে। গ্রামবাসী রাতেই উল্লাপাড়া মডেল থানায় পুলিশকে জানালে, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে শাহীনকে গ্রেফতার করে এবং তার ঘরে সংরক্ষিত বিভিন্ন মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে। মোশারফ হোসেন আরো জানান, শাহীনের সঙ্গে এই অপকর্মে আরো কিছু মানুষ জড়িত আছে বলে পুলিশের ধারনা। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।