
সেবা ডেস্ক: খেলাধুলার মাধ্যমে মেধা বিকাশ বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যুবক ও তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এই ফুটবল বিতরণের আয়োজন করেন উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কার্যালয়। এছাড়াও ক্যারাম বোডও বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।