টঙ্গীতে দুই মাসের টিউশন ফি মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন

S M Ashraful Azom
0
টঙ্গীতে দুই মাসের টিউশন ফি মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন

মাহবুবুর রহমান, টঙ্গী : বৈশ্বিক মহামারি করোনায় ভাইরাসের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছেন টঙ্গীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুই মাসের টিউশন ফি মওকুফ করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেলাল স্কুল ও আল-হেলাল একাডেমী।
এছাড়া স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়াশুনা গতিশীল করতে অভিভাবকদের সহযোগিতায় ঘরে বসে একটি (সততা) পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই পরীক্ষায় পরিদর্শক হিসেবে থাকবেন তাদের অভিভাবকরা। বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম প্রিন্সিপাল নূরুল হুদার প্রতিষ্ঠিত টঙ্গীর আউচপাড়াস্থ আল-হেলাল স্কুল এবং খাঁ পাড়া এলাকায় অবস্থিত আল-হেলাল একাডেমী এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী রাখা এবং অভিভাবকদের বর্তমান আর্থিক সংকট বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিশেনের সিনিয়র সহ-সভাপতি ও আল-হেলাল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, দেশে মহামারি করোনা ভাইরাস শুরু থেকে সারাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্ত মোতাবেক বন্ধ রয়েছে। বন্ধ থাকাবস্থায় আমাদের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে পড়াশুনা অব্যাহত রেখেছেন। সীমিত পরিসরে অনলাইনে ক্লাস নেয়া সম্ভব হলেও সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিতে না পারায় অনলাইনের ক্লাস কিংবা বাড়িতেও পড়াশুনার আগ্রহটা হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা।
অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকরাও রয়েছেন আর্থিক ও মানসিকভাবে মারাত্মক সঙ্কটে। কারণ স্কুল বন্ধ থাকায় এবং লকডাউনের কারণে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের বেতন পরিশোধ করতে পারছেন না। এই মুহুর্তে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিভাবক, শিক্ষক ও সচেতন ব্যক্তিবর্গ উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন। তাদের কথা চিন্তা করে আমরা দু’মাসের টিউশন ফি মওকুফ করেছি এবং সরকারের নির্দেশনা মোতাবেক ঘরের মধ্যে থেকে একটি পরীক্ষা নেয়ার হলে শিক্ষক ও শিক্ষার্থীদের পড়াশুনা সংক্রান্ত বিদ্যমান সঙ্কট কিছুটা হলেও কমে আসবে বলে আমি মনে করি।
এদিকে দুটি প্রতিষ্ঠানের প্রায় ৭শ’ শিক্ষার্থীর দু-মাসের টিউশন ফি মওকুফ করায় বিপুল আর্থিক ক্ষতি এবং শিক্ষক বেতন, বাড়িভাড়া, ইউটিলিটি বিলসহ অন্যান্য খরচের ক্ষেত্রে সমস্যা হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর নির্বাহী পরিচালক ও সাংবাদিক নেতা এম আবদুল্লাহ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top