ধুনটে যমুনার পানি ঘন্টায় বাড়ছে ৩ সেন্টিমিটার

S M Ashraful Azom
0
ধুনটে যমুনার পানি ঘন্টায় বাড়ছে ৩ সেন্টিমিটার

রফিকুল আলম,ধুনট (বগুড়া): উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিপাতে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত প্রতি ঘন্টা প্রায় ৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে প্রথম দফার বন্যার রেকর্ড ভেঙে পানি বেড়েছে। দ্বিতীয় দফার এ বন্যায় হাজারও মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট পয়েন্টে পানির নির্ধারিত বিপৎসীমা হচ্ছে ১৬ দশমিক ৭০সেন্টিমিটার। মঙ্গলবার সকাল ৬টায় যমুনা নদীর পানি রেকর্ড করা হয় ১৭ দশমিক ৪৭ সেন্টিমিটার, দুপুর ১২টায় ১৭ দশমিক ৫৯ সেন্টিমিটার ও বিকেল ৩টায় ১৭দশমিক ৬৪ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রথম দফার বন্যা থেকে এখন পর্যন্ত ২৭ সেন্টিমিটার পানি বেশী বৃদ্ধি পেয়েছে।

বন্যাদুর্গত এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পানি বৃদ্ধি প্রথম দফার রেকর্ড ভেঙেছে। সব জায়গায় এখন পানি। কোথাও শুকনা জায়গা নেই। করোনা– পরিস্থিতির কারণে এলাকার অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তার সঙ্গে বন্যা যোগ হওয়ায় দুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে তীব্র হচ্ছে ভাঙন। দুর্গত এলাকার লোকজন আশ্রয়কেন্দ্র, বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য সময়ের থেকে দ্বিতীয় দফায় অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। প্রথম দফার পানি বৃদ্ধির রেকর্ড ভেঙেছে। প্রথম দফার থেকে এখন পর্যন্ত ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। একই সাথে বাঙালী নদীর পানি বেড়ে বিপৎসীমার ২৮সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top