
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : মুজিব বর্ষের আহবান গাছ লাগাই বাড়াই বন । এই আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপণ কর্মসুচীর আওতায় জামালপুর ইসলামপুরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজনে উপজেলার পুকুর পাড়ে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিান আক্তার চায়না,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম আবু তাহের,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব চৌধুরী,সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।