
সেবা ডেস্ক: টাঙ্গাইলে বুধবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের অফিসার ক্লাবে মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে বাল্যবিয়ে নিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এইড কুমিল্লার উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। ঘারিন্দা মসজিদের ইমাম কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালা সঞ্চালনা করেন এইড কুমিল্লার উপজেলা ফ্যাসিলিটেটর এসএম ওমর এবং জেলা ব্যবস্থাপক শরিফুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।