
সেবা ডেস্ক: ঈদ পরবর্তী ঢাকা গামী যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন বাস মালিক, সিএনজি চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কয়েকজন যাত্রী ও পথচারীকে মাস্ক ব্যবহার না করায় তাদেরকেও জরিমানা করা হয়।
৬ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আ. স. ম. জামশেদ খোন্দকার বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়, সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাস মালিক, সিএনজিচালক ও যাত্রীদের মাস্ক ব্যবহার না করার কারণে দণ্ডবিধি ২৬৯ ধারায় ৯টি মামলায় মোট ২১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।