টাঙ্গাইলে সরকারীভাবে প্রনোদনার আউশ ধান কাটা ও মাড়াই শুরু

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে সরকারীভাবে প্রনোদনার আউশ ধান কাটা ও মাড়াই শুরু

সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলায় শুরু হয়েছে সরকারীভাবে প্রনোদনা হিসেবে আউশ ধান কাটা ও মাড়াই। আজ শুক্রবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার কাজীপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও পৌরসভার সার্বিক সহযোগিতায় এ ধান কাটা শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: খালেকুজ্জামান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: আশরাফ সিদ্দিকী, শহর কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী শুকুর প্রমুখ।

উল্লেখ্য, আউশ ধানে কৃষকদের উৎসাহ বাড়াতে আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে জমি ফাঁকা ফেলে না রেখে আউশ ধানের চাষ করতে প্রনোদনা হিসেবে সরকারীভাবে বিনামূল্যে ধানের বীজ ও সার দেওয়া হয়েছিলো। এ বীজ বপনের মাত্র ১১০ দিনের মধ্যে ধান ঘরে তোলা যায়। সেচ ও বালাইনাশক ছাড়াই বৃষ্টির পানিতে এবং সামান্য পরিচর্যা আর অল্প সার ব্যবহার করে বোরো ধানের সমপরিমান আউশ উৎপাদন করে বাড়তি আয়ের সুযোগ পাবে কৃষকরা।

এরইধারাবাহিকতায় টাঙ্গাইল সদর উপজেলায় ৯শত কৃষক পরিবারের মাঝে ৩শত ৩ হেক্টর জমিতে শুরু করা হয়েছিলো এই আউশ ধানের চাষ। বর্তমানে মাঠ থেকে ধান কাটা ও মাড়াই এর কাজ শুরু করেছে কৃষকরা।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top