কলঙ্কময় শোকের মাস

S M Ashraful Azom
0
কলঙ্কময় শোকের মাস

সেবা ডেস্ক: তোমার নাভিমূলে লুকানো ছিলো বিশ্বনিখিলের প্রকৃষ্ট সূর্যকিরণ। মন-মনন-মনীষার সঠিক প্রয়োগে ধীরে ধীরে তা’ মিশেগেলো তোমারই মহত মস্তিষ্কে। সুদর্শন তুমি বিচক্ষণ তুমি ; তুমি নির্ভীক কবি। মা-মাটি-মানুষের অনুভব ও মর্মসত্যকে ধারণ করে, রেসকোর্সে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ছড়িয়ে দিলে : সূর্যমাখা উত্তাপ, বাস্তবানুগ শুবুদ্ধি আর লাবণ্যময় চেতনা বাঙালির মগজে-মগজে। উদ্বুদ্ধ বাঙালি ছিনিয়ে আনলো স্বাধিকার। তোমার লালিত স্বপ্ন লালিত দর্শন খুঁজে পেলো আপনভূবন। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তুমি ; তুমি বাঙালির জনক ও পথ-প্রদর্শক। আমাদের আত্মার পরম আত্মীয়।

আজো তোমার সফেদ পাঞ্জাবির ‘পর হৃদপিন্ডজুড়ে যখন দেখি রক্তবলয়িত ভোরের সূর্য; ব্যথার আগুনে কলকল ক’রে ওঠে বুক ; বুক ভ’রে ওঠে কালো অশ্রুজলে। অশ্রুবিন্দুতে ভ’রে যায় সব বাংলার মাঠ ঘাট জনপদ। মাতৃভূমির মাটিতে যতোদিন র’বে নিসর্গ বিদ্যমান, জনয়িতা, তোমার অস্তিত্ব র’বে বাঙালি হৃদয়ে সতত বিরাজমান— বন্ধু তুমি, পিতা তুমি শেখ মুজিবুর রহমান।

লেখক
আসলামুল হক
সংসদ সদস্য


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top