
সেবা ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক এবং কলেজ শিক্ষক আমিনুল ইসলাম নিক্সন গত শুক্রবার রাতে খুন হয়েছেন। তিনি ঐ ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আলাউদ্দীন তালুকদারের পুত্র। নিক্সন টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। নিহতের পরিবারের দাবি, হামলা ও হত্যাচেষ্টা মামলায় জেলহাজত থেকে জামিনে বেরিয়ে আসা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
জানা যায়, গত শুক্রবার নিক্সন আজগড়া গ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে মোটরসাইকেলে ধনবাড়ী পৌরশহরের বাসায় ফেরার পথে নরিল্লা নামক স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় মধুপুর হাসপাতালে নেওয়ার পথে নিক্সন মারা যান। মামলার বাদী নিক্সনের অনুজ মামুন তালুকদার পাঁচ জনের নাম উল্লেখ করে এবং আরো পাঁচ সাত জনকে অজ্ঞাতনামা দেখিয়ে গত রবিবার ধনবাড়ী থানায় মামলা করেন।
এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত তিন আসামিকে ধনবাড়ী থানা পুলিশ গ্রেফতার করে। এরা হলো সুমন, সুজন মিয়া এবং ফারুখ হোসেন।
নিহতের স্বজনদের ভাষ্যমতে, ঘটনার পর পর হাসপাতালে আহত আমিনুল ইসলাম নিক্সনের অবস্থার খবর নিতে এসে আটক হওয়া ফারুক নামে এক ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে মধুপুর, ধনবাড়ী ও গোপালপুর থানা পুলিশের পৃথক যৌথ অভিযানে বাকি দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া মামলা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দিনগত রাতে মামলা হয়েছে। অভিযান চালিয়ে মামলায় নামোল্লেখ আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।