
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় গতকাল ৫ আগস্ট বুধবার অভিযান চালিয়ে ১ শতপিছ ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
আটক মাদক কারবারিরা হলেন চর আমখাওয়া ইউনিয়নে কামারের চর চরপাড়া গ্রামের হাকিমুউদ্দিনের ছেলে আব্দুল আলীম (৪০) ও আব্দুর রাজ্জাকের ছেলে রিপন মিয়া (২০)।
পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল আলীম ও রিপন মিয়াকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ১০০টি ইয়াবা পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
তিনি আরও জানান, দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।