সরিষাবাড়ি মেয়রের বিরুদ্ধে মামলা

S M Ashraful Azom
0
সরিষাবাড়ি মেয়রের বিরুদ্ধে মামলা

জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ি পৌরমেয়রের বিরুদ্ধে মামলা দায়ের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। তথ্যপ্রতিমন্ত্রী ডা. মোরাদ হাসান এমপি’র বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরধরে কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মৃত মোকছেদ আলী খানের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য মো. ছামিউল হক বাদি হয়ে বুধবার (৫ জুলাই) সরিষাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। 
মামলায় উলে­খ করা হয়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের সাবেক শ্রমিক দলের নেতা মৃত ওবায়দুল­াহ্র ছেলে ও পৌর মেয়র মো. রুকুনুজ্জামান রোকন (৪৩) গত মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে এসে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান এমপিকে নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও ভীতি প্রদর্শনমূলক মন্তব্য করেন। যা সরকারের একজন নীতি নির্ধারক পর্যায়ের (মন্ত্রী পরিষদ) সদস্যকে নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। এছাড়া গত ১০ মে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য ও ১৬ মে বিভ্রান্তিকর পোস্টসহ বিভিন্ন সময় তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে তিনি অপপ্রচার করছেন।
মামলার বাদি যুবলীগ নেতা মো. ছামিউল হক জানান, মেয়র রোকন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে ধারাবাহিক আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন। এতে সামাজিকভাবে প্রতিমন্ত্রী হেয়প্রতিপন্ন হওয়ায় মঙ্গলবার দিবাগত (বুধবার ভোররাতে) সরিষাবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১), ২৫ (৩), ২৯ (২) ও ৩১ (১) ধারায় রোকনের বিরুদ্ধে মামলা (নম্বর ৩, তারিখ ০৫-০৮-২০২০খ্রি.) দায়ের করা হয়। মেয়র রোকনকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান বাদি।
পৌরসভা সূত্র জানায়, মেয়র রোকনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, এডিপি ও নিজস্ব তহবিলের টাকা, কবরস্থান, বাস টার্মিনাল, ত্রাণ ও মশক নিধন কর্মসূচির বরাদ্দ আত্মসাৎ, টেণ্ডারবাজি, নিয়োগ বানিজ্য, মদ্যপান, অস্ত্রের মহড়া, নারী কেলেঙ্কারি ঢাকতে গুম নাটক, কাউন্সিলর ও স্টাফদের মাসিক বেতন-ভাতা না দেয়া, সাংবাদিক, কাউন্সিলর ও সাধারণ মানুষকে হত্যার হুমকিসহ শতাধিক অভিযোগে গত ১ মে সব কাউন্সিলর একযোগে মেয়রকে অনাস্থা দেন। একইদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় সভায় রোকনকে ত্রাণ আত্মসাৎ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। এতে তিনি পৌরসভায় অবাঞ্ছিত হয়ে পড়লে ১০ মে সকালে মেয়র রোকন পৌর ভবনে জোরপূর্বক ঢুকতে সশস্ত্র হামলা চালান। এতে কয়েক কাউন্সিলর ও যুবলীগ নেতাকর্মীসহ অন্ততঃ ১০ জন আহত হন। এসময় প্রতিবাদী জনতার বাধার মুখে তিনি পৌরসভায় ঢুকতে ব্যর্থ হলে ১৫ মে রাতের অন্ধকারে তার লোকজন দিয়ে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে পৌরসভার টাকায় নির্মিতব্য মুক্তমঞ্চ ও ভাস্কর্য ভাঙচুর করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষদের হয়রানীর অপচেষ্টা করেন। এ ঘটনায় কাউন্সিলর জহুরুল ইসলাম থানায় মামলা দায়ের করলে মেয়র রোকন এলাকা ছাড়া হয়ে অজ্ঞাত স্থান থেকে তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভ ও স্ট্যাটাস দিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করছে আসছেন।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও রাজাকারের নাতি, জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে কাউন্সিলররা অনাস্থা প্রদান করেন। পাশাপাশি মেয়রকে দল থেকেও বহিষ্কার করা হয়। প্রতিকূল পরিস্থিতে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থান থেকে মেয়র রোকন বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, তথ্য প্রতিমন্ত্রী সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইসিটি আইনে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top