
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাছ শিকারের সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে সিহাব হোসেন (১৪) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। নিহত সিহাব উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের মৃত: রনজু মিয়ার ছেলে। সোমবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে কাজুলী বিলে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান সিহাব হোসেন দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। পারিবারের লোকজন অনেক চিকিৎসা করলেও সুস্থ্য হয়ে উঠেনি সিহাব। এ অবস্থায় সোমবার সকালের দিকে সিহাব বাড়ির পাশে কাজুলি বিলে দারকি দিয়ে মাছ শিকারের জন্য যান। সেখানে মাছ শিকারের সময় মৃগরোগের উপসর্গ দেখা দেয়। এসময় বিলের পানিতে পড়ে তার মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। মৃগীরোগের উপসর্গ নিয়ে পানিতে ডুবে সিহাব মারা গেছে। আইনী প্রক্রিয়া শেষে সিহাবের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।