
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অসহায় বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকায় ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানাগেছে.এ্যাডভকেট জাহিদুল ইসলাম স্বপনের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুল নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক লাল মিয়া,বেলগাছা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম মোস্তফা কামাল,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক মন্ডল, যুবলীগের সভাপতি মোঃ সোহেল খান, প্রবাসী সবুজ ও রুবেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।