
কাজিপুর প্রতিনিধি: দীর্ঘ একযুগ পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের কৃষকদের আশি বিঘা জমি জলাবদ্ধতার কবল থেকে মুক্ত হলো। গত শনিবার(১৫ আগস্ট) বিকেলে ড্রেন খনন করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়সূত্রে এবং কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পারুলকান্দি গ্রামের দক্ষিন পাশে একটি পুকুর খনন করে ওই গ্রামের মোনায়েম প্রামানিক। এরপর তিনি ওই জমি সংলগ্ন তার নিজস্ব কিছু জমিসহ অন্যের জমিতে জোরপূর্বক লাল পতাকা টেনে দিয়ে বছরের প্রায় নয়মাস পানি ধরে রেখে মাছ চাষ করে আসছিলো। প্রভাবশালী হওয়ায় গ্রামের লোকজন তার সাথে পেরে ওঠেনি। এ নিয়ে বিচার শালিশ হলেও মোনায়েম ওই বিচারের রায় মানেননি। গত ৪ আগস্ট গ্রামবাসী এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি দরখাস্ত দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্যে সোনামুখী ইউনিয়নের নায়েবকে দায়িত্ব দেন। তদন্ত শেষে রিপোর্ট জমা দিলে গত শনিবার কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীকে সাথে নিয়ে পারুলকান্দি গ্রামে যান।
এসময় তারা উপস্থিত ভূক্তভোগী কৃষক ও পানি আটকে রেখে মাছচাষ করা মোনায়েম প্রামানিকের সাথে কথা বলেন। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে পুকুরের পাশ দিয়ে একটি নালা খনন করে পানি বের করে দেয়া হয়। রবিবার (১৬ আগস্ট) সরেজমিন গিয়ে দেখা গেছে, ও্ই গ্রামের চাষীরা রোপা ধান লাগানোর জন্যে পাওয়ার টিলার দিয়ে তাদের জমি চাষ শুরু করেছে।
এসময় সাবেক ইউপি সদস্য ও চাষী মোজাহার আলী জানান,‘ আজ আমরা খুব খুশি। বারো বছর পর নিজ জমিতে রোপা ধান লাগাতে পারছি। আরেক ভুক্তভোগী রিপন মিয়া জানান, ‘ ইউএনও স্যারের প্রচেষ্টায় আমরা আমাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান পেয়েছি। ’মাছচাষী মোনায়েম প্রামানিক জানান, ‘আমি আগে পানি বের করার জন্যে পাইপ দিয়েছিলাম। সবার সুবিধার জন্যে এখন বড় ড্রেন করে দেয়া হলো।’
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘সাবেক এমপি এবং উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে সবার মঙ্গলের জন্যে ড্রেন করে দেয়া হয়েছে। এতে করে চাষীদের জমি আর অনাবাদী থাকবে না।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।