
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদ হাসান ওরফে জাহিদ (১৮) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের রহমতপুর ব্রীজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, কয়েক দিন আগে জামালপুর জেলা শহর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শেরপুরের শ্রীবরদীর বালিয়াচন্ডী গ্রামে মামা হাসান মো: সরোয়ার জাহান রুবেল এর বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ওই ছাত্রীর মামাতো বোন নবম শ্রেণীর রেজিষ্ট্রেশনের জন্যে বালিয়াচন্ডী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এ সময় সঙ্গে ছিল ওই ছাত্রী। এদিকে একই গ্রামের মৃত লাল মামুদের ছেলে জাহিদ হাসান ওরফে জাহিদ সহ দুইজন রহমতপুর ব্রীজে পরিকল্পিতভাবে দাঁড়িয়ে থাকে। ওই ছাত্রী তার মামাতো বোনের সাথে ফেরার সময় ব্রীজে এলে জাহিদ হাসান তাকে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেয়। এ সময় ওই দুই ছাত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এলে জাহিদসহ দু’জনই ঘটনাস্থল থেকে সরে যায়। পরে বিষয়টি নিয়ে ওই ছাত্রীর মামা হাসান মো: সরোয়ার রুবেল এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দেন। পুলিশ অভিযান চালিয়ে বালিয়াচন্ডী গ্রাম থেকে জাহিদকে গ্রেফতার করে। এ ঘটনার তদন্তকারী অফিসার এসআই মোফাখিখর হোসেন জানান, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় ্একটি মামলা হয়েছে। আটক জাহিদকে আজ রবিবার কোর্টে সোপর্দ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।