
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর পরিচয়ধারী ভুয়া এমবিবিএস চিকিৎসক ক্যাপ্টেন (অব.) ডা. জালাল আহমেদ (৪০)কে আটক করেছে র্যাব। উপজেলার পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় রোডের ক্যাপ্টেন জালাল উদ্দিন ডায়াগনোস্টিক সেন্টারে র্যাব-১৪ অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাদের আটক করে। এ ঘটনার পর থেকেই উপজেলা প্রশাসন তার মালিকানাধীন জালাল ডায়াগনোস্টিক সেন্টারটি বন্ধ করে দিয়েছে। আটককৃত জালাল আহমেদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হাসান আহমেদের ছেলে বলে জানা গেছে।
জামালপুর র্যাব-১৪ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা জানান, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবং এমবিবিএস ও এফসিপিএসসহ অনেকগুলো ডিগ্রিধারী পরিচয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হাসান আহমেদের ছেলে জালাল আহমেদ সরিষাবাড়ীতে এসে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে দুপুর নাগাদ পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তারই মালিকানাধীন ক্যাপ্টেন জালাল ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় তাকে এবং তার অপর সহযোগী পিংনা আমতলা এলাকার রাসেল মিয়াকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্যাথলজিক্যাল পরীক্ষার-নিরীক্ষার যন্ত্রপাতি, ওষুধ, ভুয়া এনআইডি কার্ড, প্রেসক্রিপশন, সিল, লিফলেটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, ওই ভুয়া চিকিৎসক ঈশ্বরদী (পাবনা), নারায়নগঞ্জ ও সিলেটের নাগরিক হিসেবে একাধিকবার একাধিক ভুয়া পরিচয় দিয়েছে। তার প্রেসক্রিপশনে সেনাবাহিনীর লোগো ব্যবহার করা হয়েছে।
ইউএনও শিহাব উদ্দিন আহমদ জানান, ডায়াগনোস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।